আলাপন
জীবন :-- কাল , তুমি আলেয়া !!
তোমার আমার লীলা-খেলা
নির্দিষ্ট সময়ের আনন্দমেলা ,
সময়টুকু সাঙ্গ হলে
হারিয়ে যাও চির বিদায় বলে !
কাল :-- ক্ষণকালের চিহ্ন আমি !
চিরস্থায়িত্বে গররাজী অন্তর্যামী !
মায়া কাটাতে হয় সময় হলে ,
পালাতে হয় তাইতো বিদায় বলে ।
জী :-- নতুন রূপে সদা করি বরণ ,
আশার আলো মনোহরণ ।
কৌশলে,দুঃখ -সুখের ছলা-কলায় !
কেমন হারিয়ে যাও নিয়ে বিদায় !
কাল, তুমি আলেয়া !!
কা :-- জড়াও যদি কেবল সুখ-ডোরে ,
বাঁধা পড়বো যে তোমার দোরে !
এ যে গতি রাগের ছন্দ পতন !
তাই নইতো কারও মনের মতন !
জী :-- বর্ষ -বরণের নামে তোমায়
বরণ করি শুভাকাঙ্খায় !
তবুও নও ব্যতিক্রম চাকার পাকে !
সুখ-দুঃখ বিলাও গতিপথের বাঁকে !!
কাল ,তুমি আলেয়া !!
কা :--- এইতো নিয়ম মহাকালের !
নয় সে কভু নির্দিষ্ট ! কারও চিরকালের !
এ যে কালের বলয় মহাপ্রলয় !!
সাঙ্গ-লীলায় ' অতীতের ' নামটি লয় !!
তাই তো কাল শুধুই আলেয়া !!
রচনাকাল :-- ঝড়োমেঘ ।
৩০ - ১২ - ১৬ ইং , ( সিক্তা বিশ্বাস )
শিলং - ৪ ।
জীবন :-- কাল , তুমি আলেয়া !!
তোমার আমার লীলা-খেলা
নির্দিষ্ট সময়ের আনন্দমেলা ,
সময়টুকু সাঙ্গ হলে
হারিয়ে যাও চির বিদায় বলে !
কাল :-- ক্ষণকালের চিহ্ন আমি !
চিরস্থায়িত্বে গররাজী অন্তর্যামী !
মায়া কাটাতে হয় সময় হলে ,
পালাতে হয় তাইতো বিদায় বলে ।
জী :-- নতুন রূপে সদা করি বরণ ,
আশার আলো মনোহরণ ।
কৌশলে,দুঃখ -সুখের ছলা-কলায় !
কেমন হারিয়ে যাও নিয়ে বিদায় !
কাল, তুমি আলেয়া !!
কা :-- জড়াও যদি কেবল সুখ-ডোরে ,
বাঁধা পড়বো যে তোমার দোরে !
এ যে গতি রাগের ছন্দ পতন !
তাই নইতো কারও মনের মতন !
জী :-- বর্ষ -বরণের নামে তোমায়
বরণ করি শুভাকাঙ্খায় !
তবুও নও ব্যতিক্রম চাকার পাকে !
সুখ-দুঃখ বিলাও গতিপথের বাঁকে !!
কাল ,তুমি আলেয়া !!
কা :--- এইতো নিয়ম মহাকালের !
নয় সে কভু নির্দিষ্ট ! কারও চিরকালের !
এ যে কালের বলয় মহাপ্রলয় !!
সাঙ্গ-লীলায় ' অতীতের ' নামটি লয় !!
তাই তো কাল শুধুই আলেয়া !!
রচনাকাল :-- ঝড়োমেঘ ।
৩০ - ১২ - ১৬ ইং , ( সিক্তা বিশ্বাস )
শিলং - ৪ ।
No comments:
Post a Comment